সভ্য জাতি আমেরিকা

Quazi Md Aldin Fardin
2 min readNov 20, 2021

--

১৯৪৬ সালের এই পৃথিবীর সব থেকে সভ্য জাতি , মানবতার অতন্দ্র প্রহরীরা মার্শাল দ্বীপে শান্তিতে বসবাসরত বর্বর , অশিক্ষিত , অসভ্য মানুষদের সভ্য করার প্রজেক্ট হাতে নে । মার্শালিস্ট গালে আমেরিকানরা চুম্মা দিয়ে বলল তোমাদের অনেক উন্নতি করে দিয়ে যাব এই বলে মার্শাল দ্বীপকে ইউজ করে পারমানবিক বোমার টেস্ট ল্যাব … ১৯৪৬ — ১৯৫৮ সাল পর্যত সেখানে ৬৭ টি বোমা মার্শাল দ্বীপে ব্লাস্ট করে পরিক্ষা করেছিল ।। এই ৬৭ টি বোমার মধ্যে কিছু কিছু বোমা ছিল হিরোশমা আর নাগাসাকিতে নিক্ষেপ করা লিটল বয় আর ফ্যাট ম্যান থেকে কয়েকশ গুন বেশী শক্তিশালী ।। এই বোমা টেস্ট করে তখন দুনিয়ার সব থেকে বিশাক্ত জায়গা গুলার মধ্যে একটায় রুপান্তর করে আপনার ক্ষমা চাওয়া যুক্তরাস্ট্র ।। ১৯৬৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট লিনডন জনসন মার্শালিস্ট দের বলেছিল আপ্নারা এখন নিরপদ আপনারা এখন ঘরে ফিরে যেতে পারেন ।। শুধু মাত্র আমেরিকানরা এত মানুষদের জলন্ত চুল্লির মত জায়গায় ফেলে দিয়েছিল এটা দেখতে নিউক্লিয়ার রেডিয়েশন কিভাবে মানবদেহে কাজ করে । মার্শালিস্টদের প্রথম ইফেক্ট ছিল সাবান দিয়ে গোসল করার সময় চুল হাতে চলে আসছে , গা চুল্কাচ্ছে । এই ক্ষতি আর ভয়ানক ভাবে বোঝা পরবর্তী জেনারেশন এর আসার সময় মহিলাদের ঘন ঘন মিস্ক্যারেজ হচ্ছিল , বিশাক্ত বিকলাং শিশু জন্ম নিচ্ছিল ।। আরেক ধরনের বাচ্চা জন্ম নেওয়া শুরু করে এটাকে বলে জেলিফিশ ব্যাবি ।। জন্মনেওয়ার পর মনে হবে এটা জেলির মত আচারন করতেসে আসলে বাচ্চাটা শ্বাস নেওয়ার চেস্টা করছে , থাইরইয়েড ক্যান্সার ওই খানে মহিলাদের জন্য আমাদের শর্দি কাশি এর মত । আর থাইরইয়েড না হলে ১৭০ রকমের ক্যান্সার তাদের মধ্যে ছিল । শর্ত সাপেক্ষে মার্শাল দ্বীপ পুঞ্জকে স্বাধীনতা প্রদান করে আমেরিকা এবং ১৫০ মলিয়ন ডলার ক্ষতিপুরন দে ।। অথচ প্রত্যেকটা বোমার জন্য বোমার কোস্টিং ছিল ১০০ মিলিয়ন + ডলার ওহ আচ্চাহ ভাল কথা ক্ষমাও চাইসিল নোট করে রাখেন !

--

--

Quazi Md Aldin Fardin
Quazi Md Aldin Fardin

Written by Quazi Md Aldin Fardin

learner, explorer, programmer and a human

No responses yet