WordPress দিয়েই যেহেতু সবধরনের site তৈরী করা যায় তাহলে programming /coding করে site তৈরী করার প্রয়োজন কী..??

Quazi Md Aldin Fardin
3 min readApr 19, 2021

এটার উওর খুজার আগে আমাদের খুজতে হবে আসলে ওয়ার্ডপ্রেস কি ? I Mean What Is WordPress?

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি পাওয়ারফুল সি.এম.এস যার সাহায্যে আপনি কোন ডেভলপার ছাড়াই সামান্য কোডিং জ্ঞান নিয়েই শুন্য থেকে একটা ওয়েবসাইট বানাতে পারবেন ! বাহ কত জোস ব্যাপার স্যাপার নাহ ! হ্যাঁ , আসলেই তবে সেটা একজন প্যাশনেট প্রোগ্রামার এর জন্য কখনও হতে পারে নাহ । আরেকটু যদি এক্সপ্লেইন করি , সাধারনত সি এম এস গুলা তৈরি করা হয় যাদের ছোট খাট বিজনেস আছে ।হাজার খানেক মানুষ ভিজিট করবে । লাইক আপনার একটা ছোট হ্যান্ডী ক্রাফট এর বিজনেস আপনি চাচ্ছেন আপনার অনলাইনে একটা পরিচিতি দরকার প্লাস টুকটাক প্রোডাক্ট গুলাও সেল করলেন! তো আপনি এমন প্রজেক্ট এর জন্য আপনি কোন কোম্পানী হায়ার করতে পারবেন নাহ কারন সেটা আপনার সীমার বাইরে আবার আপনি কোন ভাল ডেভলপার ও হায়ার করতে পারছেন নাহ কারন এমন প্রজেক্ট করতে সে লাখ খানেক টাকা নিবে । তাহলে সলিউসন , এখানেই ওয়ার্ডপ্রেস এর মত সি এম এস গুলা সলিউশন দিয়ে থাকে । এসব সি এম এস গুলাতে আগে থেকে প্রি বিল্ড লজিক , কোড , কমান্ড ,ডেটাবেজ , আর্কিটেকচার সব কিছু রেডি জাস্ট আপনি ড্রাগ এন্ড ড্রপ করবেন আর লজিক গুলা অটো ইউজ হবে এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর খেলা । আপনি Woo commerce নামের একটা প্লাগিন ইন্সটল করবেন আর একটা এলিমেন্টর পেইজ বিল্ডার আর এস্ট্রা থিম ইনসটল করে টুকটাক কিছু কাজ করলেই আপনার সাইট রেডি !একদম সম্পুর্ন ফ্রি তে । কিন্তু যখন একটা বিলিয়ন ডলার এর বিজনেস কথা আসে অথবা ধরলাম এমাজন , ই-বেই, অথবা আলিবাবা এর মত বিজনেস তখন কি আপনি ওয়ার্ডপ্রেস চুজ করবেন ? নিশ্চয় নাহ , যেখানে বিলিয়ন ডলার কথা সেখানে কেন কোটি টাকার কমফ্রোমাইজ ।। তখন আপনি হায়ার করবেন একটা কোম্পানিকে যারা আপনার জন্য আপনার মত মত এপ্লিকেশন বানাবে !তারা আপনার জন্য নতুন করে লজিক লিখবে, আগে ui/ux design করবে তারপর ফ্রন্ট এন্ড ডেভলপমেন্ট করবে তারপর ব্যাক এন্ড ডেভলপমেন্ট করবে নতুন করে লজিক লিখবে , নতুন করে অ্যালগরিদম , তাকে আর সুন্দর ভাবে মানুষের ইউজ এর জন্য তারউপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবে একটা লং প্রসেস এর মধ্যে দিয়ে যাবে তার মধ্যে কয়েক শ খানেক প্রোগ্রামার ও কাজ করে ! এত কিছু বলার কারন হচ্ছে আপনার কেন কোডিং জানা লাগবে , আসলে আপনি যদি একজন প্যাশনেট প্রোগ্রামার হোন অথবা ডেভলপার আপনার জন্য তাহলে ওয়ার্ডপ্রেস এর মত জিনিস কোন মাইনে রাখে নাহ! আপনি যদি কোড লিখতে পছন্দ করেন নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করেন, একটা ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার বানাতে চান যেটার দিকে পুরা পৃথিবী তাকিয়ে থাকবে তাহলে আপনাকে কোডিং জানতে হবে বললেই শেষ নয় একজন ভাল দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে ।

তাহলে পুরো বিষয়টা সামারি করলে এই দাড়ায় আপনার বাসার সামনের নুসরাত এর মার মধুর ক্যান্টিন এর মত টং এর দোকান এর সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয় ৯৫% । তার মানে এই কাজ খুব সহজ আর মানুশের সভাবজাত সহজ কাজ এর পিছে বেশি ছোটা । তাই ওয়ার্ডপ্রেস এর ডীমান্ড বেশি মার্কেট এ কিন্তু সেলারি কম আপনি ১৫০০০ টাকা খরচ করলেই অস্থির সুন্দর একটা সাইট বানিয়ে ফেলতে পারবেন । দেখবেন এই কাজ আপনার থেকে আর কমে কেউ নাহ কেউ করে দিচ্ছে ! যদি আপনি একজন প্রোগ্রামিং অথবা টেকনোলজি প্রেমিক হয়ে থাকেন । আপনার কোডের প্রতি এক নাম না জানা অনুভুতি , সফটনেস , ভাললাগা ভালবাসা কাজ করে করে তাহলে তাহলে আপনার মাস্ট প্রথম ফোকাস হওয়া উচিত কোডিং এটা যেমন আপনাকে সেটিস্ফাইড করবে তেমনি একজন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার থেকে ক্যারিয়ার বহু অংশে এগিয়ে নিয়ে যাবে !

--

--